Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

আমরা

আমরা “রসায়ন গুরুকুল”, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের  একটি উদ্যোগ।  আমাদের রসায়ন ভূবনে আপনাকে স্বাগতম। রসায়ন গুরুকুল মূলত রসায়ন শিক্ষার জন্য প্রতিষ্ঠিত। তবে রসায়ন শিক্ষার পাশাপাশি সব ধরনের রসায়ন শিক্ষার প্রসারের জন্যও আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। রসায়নের ইতিহাস সন্ধান, তাত্ত্বিক অনুশীলন, ব্যবহারিক অনুশীলন সহ বিভিন্ন ধরণের আয়োজন করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত ক্লাস ও আড্ডার  আয়োজন রয়েছে।

এই সাইটটিতে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে অনেক গুনি মানুষের লেখা, পুস্তকাদি ও রেফারেন্স সংগ্রহ করে রাখা হয়েছে। তাদের কারও যদি এই বিষয়ে কোন মতামত বা অভিযোগ থেকে থাকে তবে তা আমাদের ফেসবুক পাতা বা ইমেইলের মাধ্যমে জানালে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রসায়নের প্রসারের স্বার্থে আপনার যেকোনো পরামর্শ আমরা সাদরে গ্রহণ করি।

কামরুল হাসান
নির্বাহী সম্পাদক, রসায়ন গুরুকুল
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক।

আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিত্যাগ, নীতি, যোগাযোগ, ইত্যাদি লিঙ্ক দেখুন:

Exit mobile version