তুল্য সংখ্যা, লোহার ভর নির্ণয় ক্লাসটি এইচএসসি (একাদশ-দ্বাদশ) তথা HSC (11-12) এর “রসায়ন ৩য় অধ্যায় ( Chemistry chapter 3)” এর পাঠ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে। এইচএসসি (একাদশ-দ্বাদশ) তথা HSC (11-12) এর “রসায়ন ৩য় অধ্যায় ( Chemistry chapter 3)” ক্লাসের আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “রসায়ন গুরুকুল [ Chemistry Gurukul ]” এর সাথে।
Table of Contents
তুল্য সংখ্যা, লোহার ভর নির্ণয়
তুল্য সংখ্যা :
ধাতুর ক্ষেত্রে,
একটি ধাতু যে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাই তার তুল্যসংখ্যা। যেমন: Na – e- = Na+
আবার, অধাতুর ক্ষেত্রে,
একটি অধাতু যে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই তার তুল্যসংখ্যা। যেমন: Cl + e- = Cl-
অ্যাসিডের ক্ষেত্রে,
ত্যাগকৃত H+ এর সংখ্যা অর্থাৎ যৌগে H এর সংখ্যাই হলো এর তুল্যসঙ্খ্যা। যেমন: (H2SO4) এ H সংখ্যা 2. তাই এর তুল্যসংখ্যা হলো 2.
ক্ষারের ক্ষেত্রে,
ত্যাগকৃত (OH-) এর সংখ্যা অর্থাৎ যৌগে (OH-) এর সংখ্যাই হলো এর তুল্যসঙ্খ্যা। যেমন: Al (OH)3 এ OH সংখ্যা 3. তাই এর তুল্যসংখ্যা হলো 3.
Exceptional: H3PO4 এর তুল্যসংখ্যা = 3
H3PO3এর তুল্যসংখ্যা = 2
H3PO2 এর তুল্যসংখ্যা = 1
লোহার ভর নির্ণয় :
লোহা (বাংলা উচ্চারণ: [loɦa]; ইংরেজি: Iron; লাতিন: Ferrum) বা লৌহ একটি ধাতব মৌলিক পদার্থ। এর রাসায়নিক চিহ্ন Fe, পারমাণবিক সংখ্যা ২৬, পারমাণবিক ভর ৫৫.৮৫, যোজ্যতা ২ ও ৩। লোহার ঘনত্ব ৭.৮৫ গ্রাম/সিসি অর্থাৎ জলের থেকে ৭.৮৫ গুণ ভারি। এর গলনাঙ্ক ১৫৩৮° সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ২৮৬২° সেলসিয়াস। লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।
আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। লোহার প্রধান আকরিকগুলি হলো, হেমাটাইট (Hematite, Fe2O3), ম্যাগনেটাইট (Magnetite, Fe3O4), আয়রন পাইরাইটিস (Iron Pyrites, FeS2) ও সিডারাইট (Siderite,FeCO3), লিমোনাইট (Fe2O3.3H2O)। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। ভূ-ত্বকে লোহার পরিমাণ শতকরা ৪.১২ ভাগ।
তুল্য সংখ্যা, লোহার ভর নির্ণয় নিয়ে বিস্তারিত :
আরও পড়ুন…