দ্রাব্যতা এমসিকিউ || এইচএসসি এর রসায়ন

দ্রাব্যতা এমসিকিউ এইচএসসি (একাদশ-দ্বাদশ) তথা HSC (11-12) এর “অধ্যায় ৩য় – গুনগত রসায়ন (Chapter 3 – Quantitative Chemistry)” এর পাঠ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

দ্রাব্যতা এমসিকিউ

 

1.  একটি লবণের 30C তাপমাত্রায় দ্রাব্যতা 40। ঐ তাপমাত্রায় 20g পরিমাণ লবণটির সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কী পরিমাণ পানির প্রয়োজন হবে?

 
 
 
 

2.  600c তাপমাত্রায় 3g লবণ, 20g পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 600c তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত?

 
 
 
দ্রাব্যতা এমসিকিউ

3.  1000c তাপমাত্রায় 400g KNO3 এর সম্পৃক্ত দ্রবণকে 100C তাপমাত্রায় শীতল করা হলে কী পরিমাণ লবণ কেলাসিত হবে, নির্ণয় কর? (KNO3 এর দ্রাব্যতা 100C তাপমাত্রায় ও 1000C তাপমাত্রায় যথাক্রমে 20 এবং 250)।

 
 
 
 

4.  250c তাপমাত্রায় 60g ভরের KNO3 এর সম্পৃক্ত দ্রবণে 25g KNO3 দ্রবীভূত আছে। 250c তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা কত?

 
 
 
 

5.  300c তাপমাত্রায় 25g NaCl এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.8g শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। 300c তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা নির্ণয় কর।

 
 
 
 

6.  350c তাপমাত্রায় 1.25g/mL আপেক্ষিক গুরুত্বের 50mL দ্রবণে কোনো দ্রবের 12.5g দ্রবীভূত আছে। এ তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় কর।

 
 
 
 
https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en

7.  300c তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 80 এ তাপমাত্রায় 160g দ্রবণের মধ্যে 60g লবণ দ্রবীভূত আছে। এ অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ নির্ণয় কর।

 
 
 
 

9.  250c তাপমাত্রায় 100g ভরের একটি দ্রবকে 300mL ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এ দ্রবণকে 500C তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব দ্রবণ হতে পৃথক হয়ে বেরিয়ে আসবে? 500C তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা 54.4

 
 
 
 

10.  300C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 13.12g সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত ও শুষ্ক করে 7.175g শুষ্ক অবশেষ পাওয়া যায়। ঐ তাপমাত্রায় উক্ত বস্তুটির দ্রাব্যতা নির্ণয় কর।         

 
 
 
 
পারমাণবিক সংখ্যা

দ্রাব্যতা এম.সি.কিউ এর অংক :

 

আরও পড়ুন…

Leave a Comment