Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

অণু পরমাণু || পলিটেকনিক রসায়ন

অণু পরমাণু এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

অণু পরমাণু

 

পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা। যদিও এখন এর থেকেও ক্ষুদ্র কণা পাওয়া যায় পদার্থে। একটা পদার্থকে ভাংলে পাওয়া যায় তার অণু। এই অণুকে ভাংলে পাওয়া যায় তার পরমাণু। সুতরাং, অণু আসলে পরমাণু দিয়ে গঠিত। সহজভাবে বলা যায় যে, পরমাণু হল অণুর ক্ষুদ্রতম একক। আবার পরমাণুকে ভাংলে কণিকা পাওয়া যাবে যেগুলা পরমাণু থেকেও ছোট।

 

 

অণু

অণু শব্দের অর্থ ক্ষুদ্র। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে।

 

পরমাণু

‘পরম’ শব্দের অর্থ অত্যন্ত আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে এবং যার মধ্যে মৌলিক পদার্থটির সকল ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।

 

 

১৮০৮ সালে বিজ্ঞানী জন ডালটন বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর গঠন, ধর্ম এবং প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক মত প্রকাশ করেন যা ডালটনের পরমাণুবাদ (atomic theory) নামে পরিচিত। এই পরমাণুবাদের উপর নির্ভর করে আধুনিক পরমাণু-বিজ্ঞান গড়ে উঠেছে।

 

ডালটনের পরমাণুবাদ তত্ত্বের মূল বক্তব্য ঃ

 

a) প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অতিক্ষুদ্র ও অবিভাজ্য কণা দিয়ে তৈরী। এই অতিক্ষুদ্র কণাকে পরমাণু বলা হয়।

b) পরমাণু অবিভাজ্য ও অবিনশ্বর। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোন প্রক্রিয়া দ্বারা পরমাণুর আকার, ওজন বা ধর্মের পরিবর্তন করা যায় না।

c) একই মৌলিক পদার্থের পরমাণুর ওজন ও ধর্ম একই হয়। অর্থাৎ অক্সিজেনের প্রত্যেক পরমাণুর ওজন ও ধর্ম অভিন্ন হবে।

d) ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন ও ধর্ম আলাদা হবে। অর্থাৎ অক্সিজেনের পরমাণুগুলির ওজন ও ধর্ম যা হবে হাইড্রোজেন পরমাণুর ওজন ও ধর্ম তা হবে না।

e) বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণসংখ্যার অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। যেমন- কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ, যা কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এখানে কার্বন ও অক্সিজেন 1 : 2 এই পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়েছে।

 

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্যঃ

 

১। অণু মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট রক্ষাকারী ক্ষুদ্রতম কণা।রক্ষাকারী অত্যন্ত ক্ষুদ্রতম কণা।
পক্ষান্তরে পরমাণু মৌলিক পদার্থের বৈশিষ্ট

২। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে  না। পক্ষান্তরে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে।

 

 

৩। অণুর স্বাধীন সত্তা আছে। পক্ষান্তরে অধিকাংশ পরমাণুর স্বধীন সত্তা নেই।
৪। অণুকে বিশ্লেষণ করলে একই বা ভিন্ন প্রকারের পরমাণু পাওয়া যায়। পক্ষান্তরে পরমাণুকে অধিক বিভক্ত করলে মৌলের নিজস্ব স্বাতন্ত্র্য লোপ পায়।

৫। অণু স্থায়ী। পক্ষান্তরে পরমাণু অস্থায়ী

 

অণু পরমাণু নিয়ে বিস্তারিত ঃ

 

গাণিতিক সমস্যা : অণু-পরমাণু সংক্রান্ত ঃ

 

আরও পড়ুন…

 

Exit mobile version