Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

আইসোটপ, আইসোবার এবং আইসোটন || পলিটেকনিক এর রসায়ন

আইসোটপ, আইসোবার এবং আইসোটন এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

আইসোটপ, আইসোবার এবং আইসোটন

 

আইসোটোপ কাকে বলে?

 

আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন। অর্থাৎ, একই মৌলের পরমাণুগুলির মধ্যে যদি নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়, তাহলে সেগুলিকে আইসোটোপ বলা হয়।

 

আইসোটোপের উদাহরণ

 

আইসোটোপের ব্যবহার

 

 

আইসোবার কাকে বলে

যে সকল মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন, তাদের আইসোবার (Isobar) বলে।

বিভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে আইসোবার বা সমভর বলে।

 

আইসোবারের বৈশিষ্ট্য

 

আইসোবার এর উদাহরণ

 

 

 

আইসোটোন (isotones) কি?

যেসব মৌল বা মৌলিক পদার্থের নিউট্রন সংখ্যা সমান হয় তবে, প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন হয়, সেসব মৌলকে একে অপরের আইসোটোন বলা হয়।

 

***আইসোটোন= নিউট্রন সমান, ভর ভিন্ন; পৃথক মৌল***

 

যেমনঃ  Cl-37 (ক্লোরিন), Ar-39 (আর্গন), এর প্রত্যেকের নিউট্রন সংখ্যা 20

 

অর্থাৎ, এই দুটি মৌলের নিউট্রন সংখ্যা একই হওয়া স্বত্ত্বেও প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, ফলে এরা পরষ্পরের আইসোটন।

 

 

আইসোটপ, আইসোবার এবং আইসোটন নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ুন…

 

 

Exit mobile version