Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

জারণ বিজারন || এইচএসসি এর রসায়ন

জারণ বিজারন এই বিষয়টি এইচএসসি (একাদশ-দ্বাদশ) তথা HSC (11-12) এর “অধ্যায় ৩য় – গুনগত রসায়ন (Chapter 3 – Quantitative Chemistry)” এর পাঠ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

জারণ বিজারন

জারণ হলো এক প্রকারের বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, যৌগমূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে। জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সত্তা তাকে বিজারক ও যার দ্বারা জারণ সংঘটিত হয় তাকে জারক বলে। যে পদার্থটির জারণ ঘটে, তা জারিত হয়েছে বলা হয়। জারণ হলো হাইড্রোজেন এর অপসারণ।

 

 

পুরাতন সংজ্ঞা

যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে কোনো তড়িৎ ঋণাত্বক পরমাণু বা মূলক সংযুক্ত হয় বা তাদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোনো তড়িৎ ধনাত্বক পরমাণু বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বলা হয়।

বিজারণ যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা অন্য কোন তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোন যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোন তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে বিজারণ বলে।

 

জারণ

১.e এর অপসারণ

২. ধনাত্মক চার্জ 1

৩. ঋণাত্মক চার্জ।

৪. যোজ্যতা বৃদ্ধি ।

 

বিজারণ

১.e এর সংযোজন

২. ধনাত্মক চার্জ ।

৩. ঋণাত্মক চার্জ ↑

৪. যোজ্যতা হ্রাস

 

 

 

জারণে ঘটে :

১. O2 সংযোজন : 2SO2 + O 2 = 2SO3

২. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন : 2Fe + 3Cl2 = 2FeCl3

৩. H2 অপসারণ : H2 S + Cl = 2HCl + S

৪. ধনাত্মক মৌলের অপসারণ : 2Cu2O + O2 = 4CuO

৫. যোজ্যতা বৃদ্ধি : 2FeCl2 + Cl2 = 2FeCl3 (Fe এর যোজনী 2 থেকে 3 হয়

৬. ইলেক্ট্রন দান : Fe2+ -e → Fe3+

 

বিজারণে ঘটে :

১. O2 অপসারণ : CuO + H 2 O → Cu + H2O

২. তড়িৎ ঋণাত্মক মৌল/মূলক অপসারণ : 2FeCl3 + H2 = 2FeCl2 + 2HCl

৩. ঋণাত্মক মূলক সংযোজন : HgCl2 + Hg = Hg2Cl2

৪. যোজ্যতা হ্রাস : 2FeCl3 + H2 = 2FeCl2 + 2HCl (Fe এর যোজনী 3 থেকে 2 হয়)

৫. ইলেক্ট্রন দান : Cl + e® → Cl®

 

 

 

জারণ-বিজারন নিয়ে বিস্তারিত  :

 

আরও পড়ুন…

Exit mobile version