Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

পর্যায় সারনি || এসএসসি এর রসায়ন

পর্যায় সারনি এই বিষয়টি “৯ম – ১০ম শ্রেণীর (Class 9-10)”, রসায়ন (Chemistry) সাবজেক্ট এর , ৪ অধ্যায় (Chapter 4) এর “পর্যায় সারনি [Periodic table]”। “পর্যায় সারনি [Periodic table]” ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি “বাংলাদেশ শিক্ষা বোর্ড” এর, ৯ম – ১০ম শ্রেণীর (Class 9-10), রসায়ন (137) সাবজেক্ট এর অংশ।

 

পর্যায় সারনি

পর্যায় সারণি হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিক ভাবে গৃহীত ছক। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ধর্মাবলী বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণীতে ও পর্যায়ে বিভক্ত করে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণিতে সাজানো হয়েছে। পর্যায় সারণিতে মোট ১১৮টি মৌল রয়েছে।এতে ১৮টি অধাতু ও ৯৪টি ধাতু এবং ৬টি অপধাতু রয়েছে।

 

পর্যায় সারনি বৈশিষ্ট্যসমূহ :

 

 

 

 

পর্যায় সারনি নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ুন…

Exit mobile version