Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

বাষ্পঘনত্ব ও আণবিক ভর || পলিটেকনিক এর রসায়ন

বাষ্পঘনত্ব ও আণবিক ভর এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

বাষ্পঘনত্ব ও আণবিক ভর

 

বাষ্প ঘনত্ব কাকে বলে?

একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোন আয়তনের ভর এবং সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। একই উষ্ণতা এবং চাপে নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন এর যত গুণ সেই গুণিতক সংখ্যাকে গ্যাসের বাষ্প ঘনত্ব বলে বাষ্প ঘনত্বকে ‘D’ দ্বারা চিহ্নিত করা হয়।

কোন গ্যাসের বাষ্প ঘনত্ব = (গ্যাসটির যেকোনো আয়তনের ভর) + (একই তাপমাত্রা ও চাপে সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর।

 

 

আণবিক ভর কাকে বলে?

 কোন পদার্থের একটি অনুর ভর, কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের যত গুণ ভারী সে সংখ্যাকে ঐ পদার্থের আণবিক ভর বলা হয়।
একে আপেক্ষিক আণবিক ভরও বলে।
আণবিক ভর = (কোন পদার্থের একটি অনুর ভর) ÷ (কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ)।

আণবিক ভর (ইংরেজি: Molecular mass, সংক্ষেপে m) হল সংশ্লিষ্ট কোন পদার্থের একটি অণুর ভর: এটিকে ডাল্টন এককে (Da বা u) পরিমাপ করা হয়। একই যৌগের বিভিন্ন অণুর বিভিন্ন আণবিক ভর থাকতে পারে, কারণ তারা একটি পদার্থের ভিন্ন ভিন্ন আইসোটোপ দ্বারা গঠিত হয়ে থাকতে পারে। ইউপ্যাক সংজ্ঞানুযায়ী, একক পারমাণবিক ভরের সাথে সেই অণুর ভরের অনুপাত কে আপেক্ষিক আণবিক ভরের পরিমাণ বলা হয় (যা ডাল্টন নামেও পরিচিত) এবং এটি এককবিহীন হয়।

আণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর সম্পূর্ণ আলাদা হলেও মৌলের ভরের সাথে সম্পর্কিত। নির্দিষ্ট একটি পদার্থের ভর এবং সেই পদার্থের পরিমাণের অণুপাতকে মোলার ভর বলা হয়। অর্থাৎ মোলার ভরের সংজ্ঞানুযায়ী, একটি পদার্থের ভরকে সেই পদার্থের পরিমাণ দ্বারা ভাগ করাকে বোঝায় এবং এটিকে গ্রাম/মোল (g/mol) এককে প্রকাশ করা হয়। সাধারণত বড় আকারের এবং সহজেই বিশ্লেষণযোগ্য (ওজনযোগ্য) পদার্থের পরিমাপ করতেই মোলার ভর ব্যবহৃত হয়।

 

 

অনেকক্ষেত্রে প্রামাণিকভাবে, আণবিক ওজনকে আপেক্ষিক আণবিক ভরের সমার্থক হিসেবে ধরা হয়; যদিও এটি অত্যন্ত পরিবর্তনশীল। আণবিক ওজন কে যখন ডাল্টন (Da বা u) এককে পরিমাপ করা হয়, তখন তা গড় ওজন অর্থাৎ মোলার ভরের সমান হয় এবং এটি বিভিন্ন এককযুক্ত হয়ে থাকে। আণবিক জীববিজ্ঞানে, বৃহদাকৃতি জটিল অণুর ভরকে তাদের নিজস্ব আণবিক ওজন হিসেবেই ধরা হয় এবং কিলোডাল্টন (kDa) এককে তা প্রকাশ করা হয়। যদিও এর সংখ্যাসূচক মানটিকে একটি আনুমানিক এবং একটি গড়মান হিসেবেই বিবেচনা করা হয়।

আনবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের 2গুন|

M= 2D

যেখান M = আনবক গুরুত্ব

এবংD= বাষ্প ঘনত্ব|

 

 

বাষ্পঘনত্ব ও আণবিক ভর নিয়ে বিস্তারিত ঃ

 

গাণিতিক সমস্যা: আণবিক ভর সংক্রান্ত ঃ

 

 

আরও পড়ুন…

 

Exit mobile version