Site icon Chemistry Gurukul [ রসায়ন গুরুকুল ] GOLN

মৌলের অক্সাইডের ধর্ম

মৌলের অক্সাইডের ধর্ম আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “এইচএসসি রসায়ন ১ম পত্র” এর  “পর্যায় সারণি ও মৌলের পর্যাবৃত্ত ধর্ম” ইউনিট ২ এর অন্তর্ভুক্ত

 

মৌলের অক্সাইডের ধর্ম

 

মৌলের অক্সাইডের ধর্ম (Acid Base Properties of Oxides):

সাধারণভাবে যেকোনো পর্যায়ের মৌলসমূহের যোজনী 1 থেকে ক্রমাগতভাবে বেড়ে 14 তম গ্রুপে গিয়ে সর্বোচ্চ 4 হয়। 15 তম গ্রুপের মৌলসমূহের যোজনী 3 ও 5 হয়। 16 তম গ্রুপের মৌলের যোজনী 2 ছাড়াও 4 ও 6 হতে পারে। যেকোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ার ক্ষেত্রে মৌলসমূহের ধাতব ধর্ম ক্রমাগত হ্রাস পাওয়ার ফলে অধাতব ধর্ম ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। যেকোনো পর্যায়ের প্রতিরূপী মৌলসমূহের সর্বোচ্চ যোজনী বাম দিক থেকে ডানদিকে ক্রমাগত বাড়ে এবং তা গ্রুপ সংখ্যার সমান হয়।

দ্বিতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের অম্লক্ষারক ধর্ম :

দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে নিম্নোক্ত অক্সাইডসমূহ পাওয়া যায়-

দ্বিতীয় পর্যায়ের ৫ম মৌল N। এটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO, N2O, N2O3, NO2 ও N2Os গঠন করে থাকে । NO প্রশম অক্সাইড । পানিতে NO গ্যাস সামান্য পরিমাণে দ্রবণীয় । ক্ষার, কস্টিক সোডা বা কস্টিক পটাশের গাঢ় দ্রবণের সাথে NO বিক্রিয়া করে প্রথমে জারণ-বিজারণ প্রক্রিয়ায় তা নিরপেক্ষ নাইট্রাস অক্সাইড (N2O) ও ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড (N2O3) উৎপন্ন করে। N2O3 পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস এসিড (HNO2) উৎপন্ন করে। পরে HNO2 এর সাথে ক্ষারের বিক্রিয়ায় নাইট্রাইট লবণ ও পানি উৎপন্ন হয়।

তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের অম্লক্ষারক ধর্ম :

তৃতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে নিম্নোক্ত অক্সাইডসমূহ পাওয়া যায় :

সাধারণভাবে ধাতুর অক্সাইডসমূহ ক্ষারধর্মী এবং অধাতুর অক্সাইডসমূহ অম্লধর্মী। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডসমূহের ধর্ম থেকে বোঝা যায় যে, একই পর্যায়ে যতই বাম হতে ডানদিকে অগ্রসর হওয়া যায়, ততই মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায় ।

 

 

 

আরও পড়ুন…

Exit mobile version