রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “এইচএসসি রসায়ন ১ম পত্র” এর “রাসায়নিক পরিবর্তন” ইউনিট ৫ এর অন্তর্ভুক্ত।
Table of Contents
রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন
বিক্রিয়ার সাম্যধ্রুবক (K. ও K (Equilibrium Constants, Ke and Kp)
কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো বিক্রিয়ার উৎপাদসমূহের সক্রিয় ভরের গুণফল (মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ) এবং বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত নির্দিষ্ট বা ধ্রুবক হয়। এ ধ্রুবককে সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক বলে । এক্ষেত্রে সক্রিয় ভর মোলার ঘনমাত্রায় প্রকাশ করলে সাম্যধ্রুবককে Ke দ্বারা এবং সক্রিয় ভর আংশিক চাপে প্রকাশ করলে সাম্যধ্রুবককে Kp দ্বারা প্রকাশ করা হয়।
K. এর রাশিমালা প্রতিপাদন
K. ও K, এর তাৎপর্য (Significance of K, and K)
(i) কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার সাম্যাঙ্ক নির্দিষ্ট সুতরাং তাপমাত্রা পরিবর্তনের সাথে সাম্যাঙ্কের মান পরিবর্তিত হবে।
(ii) বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা ও চাপ পরিবর্তন করলে সাম্যাঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটে না যদিও সাম্যাবস্থার পরিবর্তন ঘটে ।
(iii) কোনো কোনো বিক্রিয়ার K. ও K, একই হয়, আবার কোনো কোনো বিক্রিয়ার জন্য Ke ও K এর মান ভিন্ন হয় ।
(iv) কোনো বিক্রিয়া কোনো নির্দিষ্ট শর্তে কতটুকু সম্পন্ন হবে তা সাম্যধ্রুবকের মান থেকে বোঝা যায়। সাম্যধ্রুবকের মান যত বেশি হবে তার দ্বারা বোঝাবে বিক্রিয়ক থেকে তত বেশি পরিমাণে উৎপাদ তৈরি হয়েছে। অপরদিকে সাম্যাঙ্কের মান খুব কম হলে বুঝতে হবে উৎপাদ তেমন তৈরি হয়নি। তাই শিল্পোৎপাদনের জন্য Ke ও K এর ক্ষুদ্রতর মান লাভজনক উৎপাদনের অনুকূলে নয়।
(v) কোনো বিক্রিয়ার সাম্যধ্রুবক Ke বা Kp এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। যেমন- A, B, C ও D এর মোলার ঘনমাত্রা CA, CB, Cc ও CD হলে,
A + B → C+D
আরও পড়ুন…