বন্ধন শক্তি ও বিক্রিয়া তাপ

বন্ধন শক্তি ও বিক্রিয়া তাপ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “এইচএসসি রসায়ন ১ম পত্র” এর  “রাসায়নিক পরিবর্তন” ইউনিট ৫ এর অন্তর্ভুক্ত।

 

বন্ধন শক্তি ও বিক্রিয়া তাপ

বন্ধন শক্তি ও বিক্রিয়া তাপ (Bond Energy and Heat of Reaction)

কোনো নির্দিষ্ট দুটি পরমাণু A ও B এর মধ্যকার বন্ধন A – B ভাঙতে শক্তি প্রয়োগ করতে হয়। কারণ A ও B পরমাণু দুটি একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ। আবার A ও B পরমাণু দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে A – B বন্ধন গঠন করতে তাপ শক্তি নির্গত হয়। কারণ বন্ধন গঠনকালে A ও B তাদের নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন A – B অণু গঠন করে। তাই কোনো নির্দিষ্ট বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি নির্গত হয় ঐ বন্ধনকে ভাঙতেও একই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় ।

বন্ধন শক্তি

সুতরাং কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন অণুর কোনো নির্দিষ্ট দুটি পরমাণুর মধ্যকার 1.0 মোল বন্ধন ভাঙতে যে পরিমাণ গড় শক্তি প্ৰয়োগ করতে হয় অথবা ঐ 1.0 মোল বন্ধন গড়তে যে পরিমাণ গড় শক্তি নির্গত হয় তাকে ঐ নির্দিষ্ট বন্ধনের বন্ধন শক্তি বলে ।

বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়ার তাপ নির্ণয় :

ভিন্ন ভিন্ন যৌগের কোনো নির্দিষ্ট বন্ধন ভাঙতে বা নির্দিষ্ট বন্ধন গড়তে একই পরিমাণ শক্তির শোষণ বা বর্জন হয়। কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের বন্ধন ভেঙে উৎপাদের বন্ধন গঠিত হয়। বিক্রিয়ার উৎপাদসমূহের বন্ধন গড়তে যে শক্তির উদ্ভব হয়, তা থেকে বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে শক্তির শোষণ ঘটে তা বিয়োগ করলে যে শক্তি পাওয়া যায় তা-ই বিক্রিয়া তাপ । অর্থাৎ-

বিক্রিয়া তাপ = (উৎপাদসমূহের বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তির সমষ্টি) – (বিক্রিয়কসমূহের বন্ধন ভাঙনের জন্য প্রয়োজনীয় শক্তির সমষ্টি) ।

নিম্নের বিক্রিয়াটি বিবেচনা করি—

 

https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en

 

 

আরও পড়ুন…

Leave a Comment