পরিবর্তনশীল যোজ্যতা || পলিটেকনিক রসায়ন

পরিবর্তনশীল যোজ্যতা এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

পরিবর্তনশীল যোজ্যতা

 

পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে ?

 

প্রকৃতিতে কিছু মৌল আছে যাদের একাধিক যোজ্যতা দেখা যায়। একে পরিবর্তনশীল যোজ্যতা বলে। এইসকল মৌলের যোজ্যাতার দুটি স্তর দেখা যায়। অপেক্ষাকৃত কম যোজ্যত দ্বারা গঠিত যৌগকে আস যৌগ এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা যুক্ত যৌগাকে ইক যৌগ বলে।

উদাহরণ- কপার মৌল (১) ও (২) এই দুটি যোজ্যতা স্তর প্রদর্শন করে। যেসব কপার ঘটিত যৌগে কপার ১ যোজ্যতা প্রদর্শন করে, তাদের কিউপ্রাস যৌগ বলে। যেমন Cu20, Cucl যেসব কপার ঘটিত যৌগে কপার ২ যোজ্যতা প্রদর্শন করে, তাদের কিউপ্রিক যৌগ বলে। যেমন CuO, CuCl2

 

পরিবর্তনশীল যোজ্যতা

 

পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞা 

 

কতগুলি মৌলের একের বেশি যোজ্যতা দেখা যায়। কম যোজ্যতা দ্বারা গঠিত অনুকে আস্ এবং বেশি যদিও তার দ্বারা গঠিত অনুকে ইক্ বলে।
একই মৌলের এই ভিন্ন ভিন্ন যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।

 

https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en

কপার একযোজী হয় আবার দ্বিযোজীও হয়। যেমন CuCl কিউপ্রাস ক্লোরাইড যৌগে Cu একযোজী এবং CuCl2, কিউপ্রিক ক্লোরাইড যৌগে Cu দ্বিযোজী।
FeO, FeCl2, FeSO4 এইসব যোগ্য গুলিতে Feর যোজ্যতা = 2। এইগুলি আস্ যৌগ। আবার Fe2O3, FeCl3, Fe2(SO4)3 এইসব যৌগ গুলিতে Feর যোজনী =3। এগুলি ইক্ যৌগ।

 

পরিবর্তনশীল যোজনী নির্ণয় করার নিয়ম

  1. কার্বন (C)

কার্বনের যোজনী নির্ণয় করার জন্য  প্রথমে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে

C(6) = 1s^2 2s^2 2px^1 2py^1

দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষে বিজোড় ইলেকট্রন আছে ২ টি। সুতরাং এর যোজনী ২।

কিন্তু আমরা বেশির ভাগ যৌগে দেখি কার্বনের যোজনী ৪। কিন্তু হিসাব করে তো দেখা যায় ২

তাহলে ৪ কি ভুল?

না..।উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস করে পাই…

C(6)= 1s^2 2s^1 2px^1 2py^1 2pz^1

এখন দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষে বিজোড় ইলেকট্রন আছে ৪টি।  সুতরাং এর যোজনী ৪।

এ থেকে বুঝা যায় কার্বনের যোজনী ২ ও ৪।

 

 

পরিবর্তনশীল যোজ্যতা নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ুন…

 

Leave a Comment