মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল ও ক্ষার ধর্ম নিরুপন

মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল ও ক্ষার ধর্ম নিরুপন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “এইচএসসি রসায়ন ১ম পত্র” এর  “ব্যবহারিক রসায়ন” ইউনিট ৯ এর অন্তর্ভুক্ত।

 

মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল ও ক্ষার ধর্ম নিরুপন

 

মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল-ক্ষার প্রকৃতি নির্ণয় ৷

মূলনীতিঃ অক্সিজেনের সাথে কোনো মৌলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে অক্সাইড বলে। অক্সাইডসমূহ মৌলের প্রকৃতির উপর ভিক্তি করে অম্ল, ক্ষার, নিরপেক্ষ ও উভধর্মিতা প্রদর্শন করে। সাধারণত ধাতব মৌলের অক্সাইডসমূহ ক্ষারধর্মী এবং অধাতব মৌলের অক্সাইডসমূহ অম্লধর্মী হয়। মৌলের দ্রবণীয় অক্সাইডকে পাতিত পানিতে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের pH পরিমাপের মাধ্যমে অক্সাইডের প্রকৃতি নির্ণয় করা হয়। কোনো রাসায়নিক দ্রবণের pH এর মান 7 হলে তা নিরপেক্ষ দ্রবণ, pH < 7 হলে অম্লীয় এবং pH > 7 হলে ক্ষারীয় দ্রবণ নির্দেশ করে ।

 

প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ :

i) কার্বন ডাই-অক্সাইড (CO2)

ii) চুন

iii) সোডিয়াম কার্বনেট

iv) লঘু হাইড্রোক্লোরিক এসিড (HCI)

v) কপার কুচি

vi) গাঢ় সালফিউরিক এসিড (H2SO4)

vii) বেরিয়াম অক্সাইড (BaO)  (CaO)  (Cu)

viii) পাতিত পানি (H2O)  (Na2CO3)

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

i) টেস্টটিউব (1টি বড় এবং 1টি ছোট)

ii) গ্লাস রড

iii) বিকার (250 mL) ৩টি

iv) pH মিটার

v) ফানেল

vi) ক্ল্যাম্পসহ স্ট্যান্ড

vii) কর্কযুক্ত বাঁকানো নলযুক্ত গ্যাস ডেলিভারি টিউব

viii) ছাঁকন কাগজviii) ছাঁকন কাগজ

ক্ষার ধর্ম নিরুপন

কাজের ধারা:

a) কার্বন ডাই-অক্সাইডের (CO2) অম্লীয় প্রকৃতি নির্ণয়ঃ

একটি বড় টেস্টটিউবে 5-10 g পরিমাণ Na2CO3 এর গুঁড়া নিন। এরপর এতে 5-10 mL লঘু HCl যোগ করে দ্রুত কর্কযুক্ত গ্যাস ডেলিভারি নল দ্বারা টেস্টটিউরের খোলা মুখকে বন্ধ করুন। অপর একটি ছোট টেস্টটিউবে পাতিত পানি নিন এবং গ্যাস ডেলিভারি টিউবের খোলা প্রান্তে স্থাপন করুন। যখন সম্পূর্ণ গ্যাস পানিতে শোষিত হবে তখন টেস্টটিউব সরিয়ে নিন। HCl এবং Na2CO3 এর বিক্রিয়ায় উৎপন্ন দ্রবণীয় অক্সাইড CO2 গ্যাস পাতিত পানির সংস্পর্শে H2CO3 উৎপন্ন করে। pH মিটারের সাহায্যে টেস্টটিউবে প্রাপ্ত দ্রবণটির pH নির্ণয় করুন।

b) ক্যালসিয়াম অক্সাইডের (CaO) ক্ষারধর্মিতা:

একটি পরিষ্কার বিকারে 5-10 g পরিমাণ CaO (চুন) নিন। এরপর বিকারে রক্ষিত চুনে 200 mL পাতিত পানি যোগ করুন । গ্লাস রড দিয়ে উপরোক্ত মিশ্রণকে ভালোভাবে নাড়ুন যেন সম্পূর্ণ CaO মিশ্রিত হয়। এর পর এটি 10-20 min রেখে দিন। একটি ফিল্টার পেপারের সাহায্যে উপরোক্ত মিশ্রণকে ফিল্টার করে পরিশ্রুতকে সংরক্ষণ করুন এবং pH মিটার এর সাহায্যে দ্রবণটির pH এর মান নির্ণয় করুন ।

 

https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

হিসাব:

i) a পরীক্ষায় দ্রবণীয় অক্সাইডের pH =

ii) CO2 এর দ্রবণ অম্লধর্মী pH এর মান 7 থেকে কম ।

iii) b পরীক্ষায় দ্রবণীয় অক্সাইডের pH =

iv) CaO এর দ্রবণ ক্ষারধর্মী pH এর মান 7 থেকে বেশি

সিদ্ধান্ত:

অধাতুর অক্সাইড অম্লধর্মী কিন্তু ধাতুর অক্সাইড ক্ষারধর্মী।

সতর্কতাঃ

১। গ্যাস ডেলিভারি টিউবের খোলা প্রান্ত পাতিত পানির মধ্যে স্থাপন করার পর বড় টেস্টটিউবে রক্ষিত Na2CO3 এ HCl যোগ করে দ্রুত কর্ক আটকাতে হবে অন্যথায় CO2 গ্যাস বের হয়ে যাবে ।

২। HCI ব্যবহারে সতর্ক থাকবেন যেন তা ত্বক ও কাপড়ের সংস্পর্শে না আসে ।

৩। প্রতি পাঠ নেওয়ার পর pH মিটারের বাল্বটি পাতিত পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে।

 

আরও পড়ুন…

Leave a Comment