মৌলিক গ্যাস দ্বিপরমাণুক || পলিটেকনিক এর রসায়ন

মৌলিক গ্যাস দ্বিপরমাণুক এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

মৌলিক গ্যাস দ্বিপরমাণুক

 

দ্বি- পরমাণুক গ্যাস ঃ

মৌলিক গ্যাসের অণুসমূহে সাধারণত দুটি করে পরমাণু থাকে তাই তাদেরকে দ্বি- পরমাণুক গ্যাস বলে। যেমন- অক্সিজেন গ্যাস( O 2 ), নাইট্রোজেন গ্যাস( N 2 ), ক্লোরিন গ্যাস( Cl 2 ) ইত্যাদি।

দ্বিপরমাণুক গ্যাস দুটি পারমাণবিক অণু থেকে গঠিত হয়। এদের নাম হল হাইড্রোজেন (H2) এবং হিলিয়াম (He)।

 

মৌলিক গ্যাস দ্বিপরমাণুক

 

মৌলিক গ্যাস

র্যাডন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী।

মৌলিক গ্যাস নিয়ন(Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডনের (Rn) ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 20.179, 39.748, 131.3 ও 222 । যেহেতু মৌলক গ্যাস গুলোর মধ্যে রেডনের ভর সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং রেডনই হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস।

 

মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক প্রমাণ ঃ

 

নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণুক হয়ে থাকে।
একই মৌলের দুটি ভিন্ন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয়ে দ্বিমৌলিক গ্যাস গঠন করে।
যেমন – H₂ ; O₂ ; N₂  ইত্যাদি।
পরীক্ষায় দেখা যায়, একই তাপমাত্রা ও চাপে এক আয়তন হাইড্রোজেন গ্যাস ও এক আয়তন ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গ্যাস উৎপন্ন করে।
H₂(g) + Cl(g) ——> 2 HCl (g)
https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en
অ্যাভোগেড্রোর সূত্র অনুসারে আমরা জানি, একই তাপমাত্রা ও চাপে সমআয়তন বিশিষ্ট সকল গ্যাসে অনুর সংখ্যা সমান থাকে।
মনে করি, এক আয়তন গ্যাসে ‘Y’ সংখ্যক অনু বিদ্যামান।
সুতরাং (‘Y’ সংখ্যক হাইড্রোজেন অণু) + (‘Y’ সংখ্যক ক্লোরিন অনু)
= 2 Y সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড অনু।
বা, (একটি হাইড্রোজেন অনু) + (একটি ক্লোরিন অনু)
= (দুইটি হাইড্রোজেন ক্লোরাইড অনু)।
যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড শুধু হাইড্রোজেন ও ক্লোরিনের যৌগ এবং ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পরমাণু সমূহ অবিভাজ্য। অতএব হাইড্রোজেন ক্লোরাইডের একটি অণুতে কমপক্ষে একটি হাইড্রোজেন পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু অবশ্যই থাকবে। আবার হাইড্রোজেন ক্লোরাইডের দুটি অণুতে কমপক্ষে দুটি হাইড্রোজেন পরমাণু ও দুটি ক্লোরিন পরমাণু থাকবে।
যেহেতু পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। তাই এই দুটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন অণুতে বিদ্যমান থাকবে। একইভাবে দুটি ক্লোরিন পরমাণু একটি ক্লোরিন অনুতে বিদ্যমান থাকবে। অতএব, দুই পরমাণু হাইড্রোজেন ও দুই পরমাণু ক্লোরিন যথাক্রমে এক অণু হাইড্রোজেন ও এক অণু ক্লোরিন থেকে এসে দুই অনু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।
তাই বলা যায়, এক অণু  হাইড্রোজেন এবং এক অনু ক্লোরিনে যথাক্রমে দুটি হাইড্রোজেন পরমাণু এবং দুটি ক্লোরিন পরমাণু অবশ্যই থাকবে।
অর্থাৎ মৌলিক গ্যাস হাইড্রোজেন ও ক্লোরিন অনু দ্বিপরমাণুক।
এদের আণবিক সংকেত যথাক্রমে  H₂ ; Cl₂ .
অতএব প্রমাণ হয় যে, মৌলিক গ্যাসের অনু দ্বিপরমাণুক।
আর্দ্র বিশ্লেষণ

মৌলিক গ্যাস দ্বিপরমাণুক নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ুন…

Leave a Comment