এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য || পলিটেকনিক এর রসায়ন

এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য এই বিষয়টি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর, “পলিটেকনিক” টেকনোলোজিগুলোর, রসায়ন (৬৫৯১৩) সাবজেক্ট এর অংশ। এছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থার রসায়ন পাঠ্যক্রমেও রয়েছে।

 

এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য

 

এসিড

  • যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত (ভেঙে) হয়ে হাইড্রোজেন আয়ন (�+) বা প্রোটন প্রদান করে তাদেরকে এসিড বলে। যেমন: হাইড্রোক্লোরিক এসিড, কার্বনিক এসিড।
  • যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী এসিড বলে। যেমন : নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড।
  • যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, তাদেরকে দুর্বল এসিড বলে। সাধারণত জৈব এসিড সমূহ দুর্বল এসিড হিসেবে কাজ করে যেমন: এসিটিক এসিড, মিথানয়িক এসিড, ইথানয়িক এসিড। তাছাড়া আরো অনেক দুর্বল এসিড রয়েছে। যেমন: সাইট্রিক এসিড, ফরমিক এসিড, কার্বনিক এসিড।

ক্ষারকের বৈশিষ্ট্য

এসিডের বৈশিষ্ট্য:

  • জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে।
  • ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
  • নীল লিটমাসকে লাল করে।
  • এসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়।
  • এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন–ডাই–অক্সাইড তৈরি করে।

এসিডের ব্যবহার

  • সিরকা বা ভিনেগারে এসিটিক এসিডের 4% – 10% জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। এসিটিক এসিডের প্রোটন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং এর ফলে খাবার অনেকদিন সতেজ থাকে।
  • কোমল পানীয়তে কার্বনিক এসিড থাকে যা কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ায় তৈরি হয়। খাবার হজম করার জন্য কোমল পানীয় ব্যবহার করা হয়।
  • ভিটামিন সি হচ্ছে এসকরবিক এসিড।
  • বিভিন্ন ধরনের আচার সংরক্ষণে ভিনেগার বা এসিটিক এসিড (CHCOOH) ব্যবহার করা হয়।
  • টয়লেট পরিষ্কারে যে পরিষ্কারক ব্যবহার করা হয় তার মূল উপাদান শক্তিশালী এসিড।  যেমন: 4। অ্যামোনিয়া সার উৎপাদনে এসিড ব্যবহৃত হয়।

https://news.google.com/publications/CAAqBwgKMO2Dtgsw-p7NAw?hl=en-US&gl=US&ceid=US:en

ক্ষারক

কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড যৌগ যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি প্রস্তুত করে তাকে ক্ষারক বলে। যেমন: 2

 

  • যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন (OH⁻) দেয় তাদের ক্ষার বলে। যেমন: 2 ইত্যাদি।
  • সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়
  • 2 ক্ষারক হলেও ক্ষার নয়।
  • টমেটোতে যে এসিড থাকে  ➟ ম্যালিক এসিড
  • লেবুর রসে যে এসিড থাকে ➟ সাইট্রিক এসিড
  • আপেলে যে এসিড থাকে    ➟ ম্যালিক এসিড
  • তেঁতুলে যে এসিড থাকে  ➟ টারটারিক এসিড
  • আমলকিতে যে এসিড থাকে➟ অক্সালিক এসিড
  • আঙ্গুরে যে এসিড থাকে  ➟ টারটারিক এসিড
  • কমলালেবুতে যে এসিড থাকে➟ এসকরবিক এসিড
  • দুধে যে এসিড থাকে ➟ ল্যাকটিক এসিড
  • পাকা কলায় যা থাকে ➟ এমাইল এসিটেট
  • পাকা আনারসে যা থাকে ➟ ইথাইল এসিটেট
  • পাকা কমলায় যা থাকে  ➟ অকটাইল এসিটেট
  • কচু খেলে গলা চুলকায় থাকে ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট
  • সিরকায় যে এসিড থাকে ➟ এসিটিক এসিড
  • একোয়া রেজিয়া বা রাজ অম্ল → এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে।
  • ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পাতলা দ্রবণ চুনের পানি/লাইম ওয়াটার নামে পরিচিত।
  • ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর মাধ্যমে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট 

পারমাণবিক সংখ্যা

 

এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত ঃ

 

এসিড, ক্ষারক ও উভধর্মী পদার্থ ঃ

 

আরও পড়ুন…

Leave a Comment